funny video

মায়ের তৈরি পকোড়া খেতে নারাজ পুত্র, জবাবে জুটল কটাক্ষ! ভাইরাল ভিডিয়োয় হাসির তুফান

পকোড়া খেতে না চাইলেও কথার ছলে ছেলেকে ভুলিয়ে-ভালিয়ে পকোড়ার প্লেট হাতে নিতে বাধ্য করেছেন মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ১৪:২১
Share:

নীনা কপূর —ছবি: সংগৃহীত।

স্বাস্থ্য সচেতন ছেলে জিমে যাওয়ার জন্য সবে বেরোতে যাবে, এমন সময় দেখল গরম পকোড়া ভেজে তুলছে মা। শরীরচর্চা করতে যাওয়ার আগে পকোড়া না খাওয়ার কথা বলতেই ছেলেকে সটান জবাব মায়ের, ‘‘আমাদের মতো বয়সে এসে পৌঁছলে আর পকোড়া হজম হবে না। আর এখন তোরা সেই সুযোগ হাতছাড়া করছিস।’’ সমাজমাধ্যমে মা-ছেলের মজাদার কথোপকথনের এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।

Advertisement

মহিলার নাম নীনা কপূর। তাঁর ইনস্টাগ্রাম থেকে ভিডিয়োটি ২০২২-এর ডিসেম্বের পোস্ট করা হলেও সম্প্রতি তাতে প্রচুর মন্তব্য করা হয়েছে। যদিও ভিডিয়োটিতে তাঁর ছেলেকে দেখা যায়নি। শীতের সন্ধ্যায় মায়ের হাতে তৈরি পকোড়া খেতে না চাইলেও কথার ছলে ছেলেকে ভুলিয়ে-ভালিয়ে পকোড়ার প্লেট হাতে নিতে বাধ্য করেছেন মা। এমনকি ছেলে গরম পকোড়ার সঙ্গে মেয়োনিজ খেতে চাইলে তাকে টিপ্পনি কাটতেও ছাড়েননি নীনা।

তাঁর এই মজার মজার কথাতেই হাসির ইমোজিতে ভরে গিয়েছে ইনস্টাগ্রামের পাতা। সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাঁকে সমর্থন করেও প্রশ্ন তুলেছেন, ‘‘পকোড়ার সঙ্গে মেয়োনিজ কে খায়!’’ আবার অনেকেই মন্তব্য করেছেন, ‘‘মায়ের ভালবাসা এমনই নিঃস্বার্থ হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement