Viral Video

পেট্রল পাম্পে কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন তরুণেরা! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

পেট্রল পাম্প চত্বরে আগুন পোহাচ্ছেন এক দল তরুণ। আগুনের চার দিকে গোল হয়ে বসেছেন তাঁরা। শীতের ঠান্ডায় চার দিক শান্ত হয়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শীতের রাতে চার দিকে ঘুটঘুটে অন্ধকার। রাস্তার ধারের পেট্রল পাম্পে তখন কোনও গাড়িও তেল ভরাতে আসছে না। চার দিকে মালবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। শীতের মধ্যে আগুন পোহাবেন বলে পেট্রল পাম্প চত্বরেই আগুন জ্বালিয়ে বসলেন এক দল তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘অঙ্কিত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, পেট্রল পাম্প চত্বরে আগুন পোহাচ্ছেন এক দল তরুণ। আগুনের চার দিকে গোল হয়ে বসেছেন তাঁরা। শীতের ঠান্ডায় চার দিক শান্ত হয়ে রয়েছে। আগুন পোহাতে পোহাতেই আড্ডা মারছেন তাঁরা।

ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। জানা যায়নি তরুণদের নাম-পরিচয়ও। তবে ঘটনাটি চলতি বছরের ডিসেম্বরেই ঘটেছে। ভিডিয়োটি দেখে আতঙ্ক প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন বলেছেন, ‘‘বিপজ্জনক জেনেও এ ভাবে কেউ পেট্রল পাম্পের ভিতর আগুন জ্বালায়?’’ আবার এক জন বলেছেন, ‘‘আমার তো দেখেই ভয় লাগছে। যদি আগুন লেগে যায় তা হলে কী হবে? এটা কি রাস্তার ধারের আড্ডা নাকি!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement