Bride

Bridegroom: মালাবদলের সময় খুলে গেল বরের পাজামা! তারপর?

কী হয়েছে বুঝতে সামান্য সময় লাগল বরের। বোঝার পর লাজে রাঙা তিনি। এর পর নিজেও হেসে ফেললেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৯:৩২
Share:

হঠাৎই প্যান্ট খুলে যায় বরের। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠান। মালাবদল হচ্ছে। বর মালা পরাচ্ছেন কনেকে। পরিচিত দৃশ্য। কিন্তু তার পর যা ঘটল, তার জন্য বর-কনে কেউই প্রস্তুত ছিলেন না। কনেকে মালা পরানোর পরই বরের পাজামা খুলে গেল! তা দেখে মালা হাতে কনে তো হেসে কুটোপাটি। হাসির রোল উঠেছে বরযাত্রী, কনে যাত্রীর মধ্যেও। কী হয়েছে বুঝতে সামান্য সময় লাগল বরের। বোঝার পর লাজে রাঙা তিনি। এর পর নিজেও হেসে ফেললেন। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে ইন্সটাগ্রামের ‘ভুতনি কে মেম’ অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘শেষ পর্যন্ত অপেক্ষা করুন।’

কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিয়োটি ভাইরাল। প্রায় ন’হাজার মানুষ দেখেছেন। এসেছে মজার মন্তব্যও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement