ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
তরুণীর পরনে সাদা গাউন। তরুণ পরে রয়েছেন সবুজ রঙের ব্লেজ়ার। হলভর্তি অতিথিদের সামনে নাচ করছেন দু’জনে। একসঙ্গে সংসার পাতবেন বলে দু’জনেই বেজায় খুশি। কিন্তু নাচতে গিয়েই ঘটল বিপদ। রোম্যান্টিক গান বাজিয়ে নাচছিলেন পাত্র-পাত্রী। নাচ করতে করতে কনের উপর ধপাস করে পড়ে গেলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ওয়েডওয়ার্ল্ডম্যাগাজ়িন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, পাত্রীর হাত ধরে তাঁকে জড়িয়ে রোম্যান্টিক ভাবে নাচ করছেন তরুণ। কিন্তু নাচ করতে গিয়েই ঘটল বিপদ। পাত্রীর পরনে ছিল সাদা রঙের লম্বা গাউন। সেই গাউনেই পা জড়িয়ে পড়ল পাত্রের। নিজেকে সামলাতে পারলেন তিনি। হলভর্তি অতিথিদের সামনে পাত্রীকে নিয়ে হুড়মুড়িয়ে পড়ে যান তরুণ। পাত্র-পাত্রীকে পড়ে যেতে দেখে হাসি থামে না অতিথিদের। প়ড়ে গিয়ে হাসতে শুরু করেন নবদম্পতিও।
এই ভিডিয়োটি দেখার পর নেটপাড়ায় হাসির রোল ওঠে। এক জন নেটাগরিক লেখেন, ‘‘সকলের সামনে বিয়ের দিন এ ভাবে পড়ে যাওয়া খুবই লজ্জার ব্যাপার। পাত্র-পাত্রী দু’জনেই সারা জীবন এই ঘটনাটি মনে রাখবেন।’’