Viral

হালুয়া বানানো যায়, কেক, স্যুপ, তরকারিও, কিন্তু বাঁশি বাজানো যায় কি! গাজরের নতুন ‘রেসিপি’

কানাডাবাসী এক তরুণের সবজি দিয়ে বাদ্যযন্ত্র তৈরির চেষ্টার ফসল এই বাঁশি। নানারকম সবজিকে কেটেকুটে আরও নানা কারিকুরির মাধ্যমে বাজনা তৈরির চেষ্টা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২৩:৩৭
Share:

গাজর দিয়ে তৈরি সেই বাঁশি। ছবি: সংগৃহীত।

এই ‘রেসিপি’ দেখে যদি কেউ বলেন, বাঁশি কেন খায়! তবে তাঁকে দোষ দেওয়া যাবে না। কারণ এই বাঁশি সত্যি কামড়ে খাওয়া যায়। আবার সুর তুলে বাজানোও যায়। কারণ, এ বাঁশি বাঁশ দিয়ে নয়, গাজর দিয়ে তৈরি।

Advertisement

কানাডাবাসী এক তরুণের সবজি দিয়ে বাদ্যযন্ত্র তৈরির চেষ্টার ফসল এই বাঁশি। নানারকম সবজিকে কেটেকুটে আরও নানা কারিকুরির মাধ্যমে বাজনা তৈরির চেষ্টা করেছেন তিনি। সেই ধারাবাহিক চেষ্টার শুরু হয়েছে গাজর দিয়ে।

প্রথমে গাজারটিকে কুরে নিয়ে তার পরে তাকে কেটে, চেঁচে, ধুয়ে নানা সহজ প্রক্রিয়ায় একটি বাঁশি বানানো হয়েছে। আর কি আশ্চর্য সেই বাঁশিতে ইচ্ছে মতো সুর উঁচু নিচুও করা যাচ্ছে। নিজের চেষ্টাকে ১০ এ ১০ দিয়েছেন ওই তরুণ। আপনি কত নম্বর দেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement