Spot The Difference

দুটি ছবির মধ্যে লুকিয়ে খুব সুক্ষ্ম তিনটি পার্থক্য, দেখুন তো ২০ সেকেন্ডে খুঁজে পান কি না

পার্থক্য খুঁজে বের করার সময় মাত্র ২০ সেকেন্ড। ফলে পরীক্ষা দিতে আগ্রহীরা ফোনে টাইমার অন করে বসে পড়ুন পরীক্ষা দিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ২৩:৩০
Share:

—ছবি : সংগৃহীত

চোখের ধাঁধার এই পরীক্ষা সহজ আবার কঠিনও। পাশাপাশি দুটো একইরকম দেখতে ছবি থেকে বেছে নিতে হবে পার্থক্য। এই ছবিতে এমন তিনটি পার্থক্য রয়েছে। তবে সেই পার্থক্য খুঁজে বের করার সময় মাত্র ২০ সেকেন্ড। ফলে পরীক্ষা দিতে আগ্রহীরা ফোনে টাইমার অন করে বসে পড়ুন পরীক্ষা দিতে।

Advertisement

ছবিটি এক বালকের। সে জলের কলের দিকে সামান্য ঝুঁকে দাঁড়িয়ে আছে কল থেকে কিছুটা দূরে। কারণ সামনে রাখা একটি জলের বালতি। তাতে জল ভরা হচ্ছে। বালতিটি পেরিয়ে কলের কাছে পৌঁছাতে তাকে কিছুটা কসরৎ করতে হয়েছে। তার হাত দুটি শরীরের সঙ্গে সমান্তরাল কোণে ছড়ানো আছে পিছন দিকে। সম্ভবত শরীরের টাল সামলানোর জন্য।

ছেলেটির পরনে হাতা গোটানো সবুজ শার্ট। সঙ্গে খাকি হাফ প্যান্ট। পায়ে সাদা মোজা ও জুতো। মাথার চুল লালচে খয়েরি রঙের। এই ছবি থেকেই তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে।

Advertisement

কি এর মধ্যেই খুঁজে পেয়ে গিয়েছেন তিন পার্থক্য? তবে আপনি জিনিয়াস। না পেলে সমাধানে দেখে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement