—ছবি : সংগৃহীত
চোখের ধাঁধার এই পরীক্ষা সহজ আবার কঠিনও। পাশাপাশি দুটো একইরকম দেখতে ছবি থেকে বেছে নিতে হবে পার্থক্য। এই ছবিতে এমন তিনটি পার্থক্য রয়েছে। তবে সেই পার্থক্য খুঁজে বের করার সময় মাত্র ২০ সেকেন্ড। ফলে পরীক্ষা দিতে আগ্রহীরা ফোনে টাইমার অন করে বসে পড়ুন পরীক্ষা দিতে।
ছবিটি এক বালকের। সে জলের কলের দিকে সামান্য ঝুঁকে দাঁড়িয়ে আছে কল থেকে কিছুটা দূরে। কারণ সামনে রাখা একটি জলের বালতি। তাতে জল ভরা হচ্ছে। বালতিটি পেরিয়ে কলের কাছে পৌঁছাতে তাকে কিছুটা কসরৎ করতে হয়েছে। তার হাত দুটি শরীরের সঙ্গে সমান্তরাল কোণে ছড়ানো আছে পিছন দিকে। সম্ভবত শরীরের টাল সামলানোর জন্য।
ছেলেটির পরনে হাতা গোটানো সবুজ শার্ট। সঙ্গে খাকি হাফ প্যান্ট। পায়ে সাদা মোজা ও জুতো। মাথার চুল লালচে খয়েরি রঙের। এই ছবি থেকেই তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে।
কি এর মধ্যেই খুঁজে পেয়ে গিয়েছেন তিন পার্থক্য? তবে আপনি জিনিয়াস। না পেলে সমাধানে দেখে নিন।