ছবি: সংগৃহীত।
গরমে ফলের রস উপাদেয়। তবে এখানে দেওয়া হল ফলের ধাঁধা। রাশি রাশি ফলের মধ্যে খুঁজে বার করতে হবে কোন ফলটি বেমানান। কিসের ভিত্তিতে? যে ফলটির জুরিদার নেই সেই ফলটিকেই ধরতে হবে বেমানান হিসাবে।
ছবিতে প্রতিটি ফলই রয়েছে জোড়ায় জোড়ায়। আম-কলা-আপেলের মতো চেনা দিশি ফলের পাশাপাশি রয়েছে র্যাস্পবেরি, ব্লুবেরি, পিচ, চেরির মতো বিদেশি ফলও। এদের ভিড়েই লুকিয়ে আছে একটি ফল। যার জোড়া নেই।
১৫ সেকেন্ডে খুঁজে বার করতে পারবেন? না পারলে নীচে রইল সমাধান।