ছবি: সংগৃহীত।
ঘোড়দৌড়ের ছবি। অথচ দৌড়নো ঘোড়ার পিঠে নেই ঘোড়সওয়ারই। তবে তিনি কোথায় গেলেন? সেটাই ধাঁধার প্রশ্ন। আর উত্তর লুকিয়ে আছে ছবির মধ্যেই।
উত্তর খুঁজে বার করার জন্য অবশ্য সময় মাত্র ১০ সেকেন্ড।
ধাঁধার প্রশ্ন।
ছবিতে ছোপ ধরা হলদেটে পাতায় পেনসিল স্কেচে আঁকা হয়েছে ঘোড়াটিকে। এমন ভাবেই আঁকা হয়েছে। যে ছবি জুড়ে তৈরি হয়েছে নানা বিমূর্ত আকার আকৃতি। তার মধ্যেই কোথাও ঘোড়সওয়ার লুকিয়ে নেই তো!
ওই দেখুন, ছবির বর্ণনা দিতে গিয়ে ধাঁধার সমাধানও বলা হয়ে যাচ্ছিল। উত্তর কিন্তু খুঁজতে হবে শেষ পর্যন্ত আপনাকেই।
তবে ঘোড়সওয়ারকে যে সম্পূর্ণ দেখা যাচ্ছে, তাও কিন্তু নয়!
এ ভাবে হয়তো ধাঁধার উত্তরই বলা হয়ে যাবে।
বাকিটা আপনি খুঁজে বার করুন।
না পারলে দেখে নিন উত্তর।
সমাধান।