ছবি: সংগৃহীত।
আরও একটি চোখ ধাঁধানো ধাঁধা। যার গালভরা নাম অপটিক্যাল ইল্যুশন। ইল্যুশন অর্থাৎ যা নেই তা আছে মনে হবে বা যা আছে তা নেই। প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা থাকলেই একমাত্র এই চোখে ধাঁধা লাগানো ভুলকে টক্কর দিতে পারবেন আপনি। জিতে নেবেন চ্যালেঞ্জ। প্রমাণ দেবেন নিজের বুদ্ধিমত্তার।
কথায় আছে বুদ্ধির ধার বাড়ে চ্যালেঞ্জের মুখোমুখি হলে। যত বেশি চ্যালেঞ্জ, তত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। এই ধাঁধাটি আপানর বুদ্ধিতে শান দিতে সাহায্য করতে পারে।
ধাঁধা।
ধাঁধার প্রশ্নটি সহজ। একটি স্নানঘরের ছবি। সেখানে নানা জিনিসপত্রের সঙ্গে রাখা আছে একটি হেডফোনও। সেই হেডফোনটিই খুঁজে বার করতে হবে ১৫ সেকেন্ডের মধ্যে।
কী মনে হচ্ছে? পারবেন?
সাকুল্যে সময় বরাদ্দ ১৫ সেকেন্ড। তার মধ্যে পারলে বলতে হবে, আপনার বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণ ক্ষমতা দুই-ই তারিফ করার মতো।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ৫ শতাংশ মানুষের পক্ষেই ওই সময়ের মধ্যে হেডফোনটি খুঁজে বার করা সম্ভব।
তবে উত্তর আগে দেখে নিলে চলবে না।
বদলে খুঁটিয়ে দেখতে হবে ওই ছবি। অজস্র ছোট খাট জিনিসের ভিড়েই লুকিয়ে আছে জিনিসটি।
খুঁজে পেলেন কি?
এত ক্ষণে ১৫ সেকেন্ড অতিক্রান্ত হয়ে যাওয়ার কথা।
ফলে যতি আপনি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তা হলে আপনাকে অভিনন্দন। আপনি সেই বিরল ৫ শতাংশের মধ্যে পড়েন, যাঁদের পর্যবেক্ষণ ক্ষমতা এবং বুদ্ধিমত্তা সাধারণের থেকে অনেক উপরে।
আর যদি না পেয়ে থাকেন, তার মানে এই নয়, আপনি পিছিয়ে রয়েছেন। পর্যবেক্ষণে ক্ষুরধার না হলেও এ দিয়ে আপনার সার্বিক বুদ্ধির বিচার করা যায় না। তাই নিশ্চিন্তে নীচের সমাধানে চোখ রাখুন।
সমাধান।