ছবিটি ভেড়ার পালের। —ফাইল চিত্র।
একই রকম দেখতে দুরকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চোখের সামনে। আপনার কাজ তাদের আলাদা করা। তবে তার জন্য দরকার তুখোড় দৃষ্টি বা পর্যবেক্ষণের ক্ষমতা। আপনার চোখের সেই ক্ষমতা আছে কি? পরীক্ষা নিয়ে দেখুন এই ছবির সাহায্যে।
ছবিটি ভেড়ার পালের। সবুজ ঘাসের জমিতে মনের আনন্দে ভিড় জমিয়েছে তারা। কিন্তু ওই ভিড়ে এসে লুকিয়েছে কিছু মেঘও। হাঙ্গেরিয়ান গ্রাফিক শিল্পী গার্গলি ডুডাস এই ভাবেই ভেবেছেন বিষয়টিকে।
ছবিটি ভেড়ার পালের।
সাধারণত মেঘকে দেখতে হয় পেঁজা তুলোর মত। আর এই ছবিতে ভেড়ার পালকেও এক ঝলকে দেখলে তুলোর বলের মতোই মনে হবে। চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য এই ধাঁধায়। কিন্তু চ্যালেঞ্জ নিলে আপনাকে এর মধ্যে থেকেই খুঁজে বার করতে হবে লুকিয়ে থাকা তিনটি মেঘ।
ক্লু হিসাবে বলা যেতে পারে মেঘেদের পা থাকে না। সেদিকে নজর দিলে ধাঁধার উত্তর খোঁজা সহজ হবে। হতে মাত্র ১৫সেকেন্ড সময়। তার পরও না পেলে নীচে রইল সমাধান।
ছবিতে লুকিয়ে থাকা তিনটি মেঘ।