ছবি: সংগৃহীত।
জট পাকানো সাদা-কালো একটা ছবি। তাতে আবার সরু-মোটা রেখার ঘনঘটা। একটু খেয়াল করলে কয়েকটি বিড়ালের আকার আকৃতি চোখে পড়তে পারে। চোখে পড়তে পারে দম দেওয়া খেলনা ইঁদুরও কিন্তু আপনাকে খুঁজতে হবে কচ্ছপ।
ছবি: সংগৃহীত।
দৃষ্টিশক্তি পরীক্ষা করার এই ধাঁধায় হার-জিতের কোনও বালাই নেই। আপনাকে শুধু খুঁজে বার করতে হবে। কত তাড়াতাড়ি কাঙ্খিত জিনিসটি খুঁজে পেলেন, তা দেখেই বুঝতে পারবেন আপনার নজরের জোর।
না পারলে অসুবিধা নেই। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরীক্ষা যত দেবেন, ততই দৃষ্টির স্বচ্ছ হওয়ার সম্ভাবনা বাড়বে। ইংরেজিতে একটি কথা আছে— ‘প্র্যাকটিস মেকস থিং পারফেক্ট’। অর্থাৎ অভ্যাসের জোরে যেকোনও জিনিস আরও নিখুঁত হয়ে ওঠে। আপনিও অভ্যাস জারি রাখুন।
নীচে সমাধান দেওয়া রইল।
ছবি: সংগৃহীত।