ছবি: সংগৃহীত।
এক ঝলক দেখলে মনে হবে এক শৌখিন মানুষের সাদা কালো ছবি।
তাঁর মাথায় টুপি। পরিপাটি করে আঁচড়ানো চুল। সযত্নলালিত দাড়ি গোঁফেও চিরুণির স্পর্শ পড়েছে বলে মনে হয়।
নিখুঁত দাঁতের সার মেলে হাসছেন তিনি। তাঁর জামার কলার দু’টিও সুন্দর।
ছবির পিছনে ধূসর পটে সাদা পাখির উড়ে যাওয়ার দৃশ্য।
কিন্তু এই ছবিতে এ সব দেখে লাভ নেই। আপনাকে খুঁজতে হবে এক নাবিককে।
যিনি তাঁর পাল তোলা নৌকা ভাসিয়েছেন জলে। হাওয়ার তোড়ে তরতরিয়ে উড়ছে জাহাজের পাল, পতাকাও।
সামনে দাঁড়িয়ে নাবিক দেখছেন, আর কত দূরে তাঁর গন্তব্য।
কী বলছেন? এ সব কিছুই দেখতে পাচ্ছেন না? তবে ছবিটি উল্টে দেখুন।
এই ছবিতেও নাবিককে খুঁজে না পেলে নীচে আরও কাছে এনে দেখানো হল। আশা করি এ বার নাবিককে খুঁজে পেয়েছেন আপনি।