অর্জুন সিংহ। —ফাইল ছবি।
এক দিনের স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত ‘কড়া পদক্ষেপ’ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক ভাবে এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন জখম হন। তৃণমূলের দাবি, জখম হওয়া যুবক তাদের দলের কর্মী। অর্জুনের চালানো গুলিতে তিনি জখম হয়েছেন।
ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ। যদিও বিজেপি নেতা থানায় হাজিরা দেননি। তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি। অর্জুন থানায় হাজিরা না দেওয়ায় জগদ্দল থানার ওসিই তাঁর বাড়িতে গিয়েছিলেন। এর পর মঙ্গলবার বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায় পুলিশ। সূত্রের খবর, আদালতও গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন অর্জুন। সেই মামলাতেই বিজেপি নেতার বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ না করার মৌখিক নির্দেশ দিল উচ্চ আদালত।