new zealand vs pakistan

টি-টোয়েন্টির পর নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়‌েও হার পাকিস্তানের, ব্যর্থ ব্যাটারেরা

নিউ জ়িল্যান্ডে খেলতে গিয়ে পাকিস্তানের দুরবস্থা কাটছেই না। টি-টোয়েন্টির পর এক দিনের সিরিজ়‌েও হেরে গেল তারা। বুধবার হ্যামিল্টনে দ্বিতীয় এক দিনের ম্যাচে হেরে গেল পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১২:৩৯
Share:
cricket

বাবর আজম। — ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডে খেলতে গিয়ে পাকিস্তানের দুরবস্থা কাটছেই না। টি-টোয়েন্টির পর এক দিনের সিরিজ়‌েও হেরে গেল তারা। বুধবার হ্যামিল্টনে দ্বিতীয় এক দিনের ম্যাচে হেরে গেল পাকিস্তান। ব্যর্থ বাবর আজমদের ব্যাটিং। দুই ক্রিকেটারের সৌজন্যে লজ্জা থেকে বাঁচল তারা। হারল ৮৪ রানে।

Advertisement

টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। নিউ জ়িল্যান্ডের ব্যাটারদের মধ্যে লম্বা জুটি কোনও উইকেটেই হয়নি। তবে যে-ই ক্রিজ়‌ে এসেছেন, কিছুটা হলেও অবদান রেখেছেন। ফলে উইকেট পড়তে থাকলেও রানের গতি কখনওই কমেনি।

নিউ জ়‌িল্যান্ডের হয়ে চমক দিলেন উইকেটকিপার মিচেল হে। ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি। সাতটি করে চার এবং ছয় মেরেছেন। আগের ম্যাচে নজর কাড়া মহম্মদ আব্বাস এ দিন ৪১ রান করেছেন। মূলত এই দুই ক্রিকেটারের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ তোলে নিউ জ়‌িল্যান্ড।

Advertisement

রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। নিউ জ়‌িল্যান্ডের তিন পেসারের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। প্রথম পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি। এক সময় ৬৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। একটা দিক ধরে রেখেছিলেন ফাহিম আশরফ। কিন্তু উল্টো দিকে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাচ্ছিলেন না।

সেই সঙ্গ পান নবম উইকেটে। কিউয়ি বোলারদের সামনে সাহসী লড়াই করেন নাসিম শাহ এবং ফাহিম। দু’জনে মিলে ৬০ রান যোগ করেন। ৭৩ রানে ফাহিম ফিরলেও নাসিম খেলে যাচ্ছিলেন। ৪৪ বলে ৬১ করে আউট হন। তাঁর সৌজন্যে পাকিস্তান দুশো পেরোয়। তাদের ইনিংস শেষ হয় ২০৮ রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement