Viral News

‘বাতকর্ম নিয়ন্ত্রণে’ রাখার সাইনবোর্ড রাস্তায়! নেপথ্যে কী কারণ?

বাংলা ভাষায় সেই সাইনবোর্ডে লেখা ‘ফার্ট’ শব্দের অর্থ করলে দাঁড়ায় ‘বাতকর্ম’। কিন্তু রাস্তায় হঠাৎ পথযাত্রীদের ‘বাতকর্ম’ নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ কেন দেওয়া হল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

রাস্তায় গাড়ি চালিয়ে গেলে কোথাও ইংরেজি অক্ষরে লেখা ‘ম্যাক্স ফার্ট’। কোথাও আবার হলুদ রঙের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘ফার্ট কন্ট্রোল’। এই সাইনবোর্ডগুলি দেখে চমকে যাচ্ছেন পথযাত্রীদের একাংশ। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তে উঠেছে হাসির রোলও (যদিও এই ছবিগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘নর্থইস্টার্ন রিউব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই ছবিগুলিতে হলুদ রঙের সাইনবোর্ড ধরা পড়েছে। বাংলা ভাষায় সেই সাইনবোর্ডে লেখা ‘ফার্ট’ শব্দের অর্থ করলে দাঁড়ায় ‘বাতকর্ম’। কিন্তু রাস্তায় হঠাৎ পথযাত্রীদের ‘বাতকর্ম’ নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ কেন দেওয়া হল?

পোস্টে যে সাইনবোর্ডগুলি দেখা গিয়েছে, সেগুলি আদতে সুইডেনের রাস্তায় চলাচল করতে গেলে দেখা যায়। সুইডেনের ভাষায় ‘ফার্ট’ শব্দের অর্থ ‘গতিবেগ’। সে কারণেই রাস্তার সাইনবোর্ডে এই শব্দটি লেখা থাকে। পোস্টটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘ঠিক আছে। ৫ থেকে ১২ কিলোমিটার রাস্তা আমি বাতকর্ম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব এর পর থেকে।’’ আবার অন্য জন লিখেছেন, ‘‘এক একটি শব্দের অর্থ জায়গাবিশেষে কী ভাবে বদলে যায় তা ভাবতেই অবাক লাগে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement