ছবি: এক্স (সাবেক টুইটার)।
নিয়মিত শারীরিক পরীক্ষা করানো জরুরি। চোখের পরীক্ষা আরও জরুরি। এই পরীক্ষা অবশ্য মেডিক্যাল টেস্ট নয়। তবে আপনার দৃষ্টি শক্তি কতটা শ্যেন, তার পরীক্ষা বলাই যেতে পারে একে।
সাদা রঙের উপর একটি বড় লাল টিপের ছবি। দেখতে খানিকটা জাপানি পতাকার মতো। আর এই ছবিটিই পরীক্ষা নেবে আপনার চোখের। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ছবিটি পোস্ট করে জানতে চাওয়া হয়েছে, কত নম্বর দেখতে পাচ্ছেন?
আপাত দৃষ্টিটে কোনও নম্বরই দেখা যাচ্ছে না এই ছবিতে। কিন্তু একটু নজর করলে নম্বর দেখা যাবে। আপনি কি সেই নম্বর দেখতে পেলেন? ভাল করে দেখুন তো?
সহজে না দেখতে পেলে ছবিটির দিকে এক দৃষ্টিতে ১০ সেকেন্ড তাকিয়ে দেখুন তা হলেই বুঝতে পারবেন। কত নম্বর দেখলেন?
ছবির নীচে অনেকেই মন্তব্য করেছেন তাঁরা দেখেছেন ৩৮। কেউ কেউ আবার ৮৮ ও লিখেছেন। সঠিক উত্তর কোনটি?
সঠিক উত্তর হল ৩৮।