ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
অফিসের সদর দরজার বাইরে কাগজ লাগানো। কালো কালো মোটা অক্ষরে লিখে বসের কাছে অদ্ভুত ‘হুমকি’ সংস্থার কর্মীদের। বস্ যদি কর্মীদের দিয়ে কাজ করাতে চান তা হলে তাঁকে অফিসের ভিতর নাচ করতে করতে ঢুকতে হবে। অন্যথায় কর্মবিরতি। কর্মীরা তাঁদের দাবি স্পষ্ট ওই কাগজে লিখে জানিয়ে দিয়েছিলেন। অফিস ঢোকার মুখে সেই কাগজ চোখেও পড়ল তরুণ বসের। কর্মীদের দাবি মিটিয়ে দিলেন তিনি। সমাজমাধ্যমে নাচের সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ঘটনাটি ফ্লরিডার অরল্যান্ডো শহরের একটি অফিসের। সেই অফিসের কর্মীরা তাঁদের বসের কাছে দাবি জানিয়েছিলেন যে, তাঁকে নাচ করতে করতে অফিসে ঢুকতে হবে। না হলে তাঁরা কেউ কাজ করবেন না। কর্মীদের এই দাবি মেটালেন তাঁদের বস্। দরজা খুলেই কোমর দুলিয়ে নাচ করতে শুরু করলেন তিনি। ঠোঁটে লেগেছিল হালকা হাসিও। এই ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় ছড়িয়ে পড়ায় এক নেটাগরিক বলেছেন, ‘‘আমাদের অফিসে তো এমন করাই যাবে না। বস্ চাকরি থেকে তাড়িয়ে দেবেন।’’ আবার এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘এমন খোলামেলা পরিবেশে কাজ করলে মন ভাল থাকে, কাজকর্মও ভাল হয়।’’