Elephant Video

নিজেই নিজের চোখ ঘষছে হস্তীশাবক! কী ভাবে? প্রকাশ্যে এল সেই ভিডিয়ো

রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ছিল সে। আচমকাই চোখ ঘষল হাতিটি। ভাবছেন নিশ্চয়ই, হাতি আবার কী ভাবে চোখ ঘষবে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১৩:৫০
Share:

হাতির কাণ্ড দেখে মজেছেন অনেকে। ছবি সংগৃহীত।

আকাশে চড়া রোদ। একটা জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে সে। দেখে মনে হবে যেন, রোদ পোহাচ্ছে। যত দূর দেখা যায়, চারপাশে জঙ্গল। পাশে আর কেউ নেই। একা একা দাঁড়িয়ে রয়েছে সে। এমন সময়ই একটা কাণ্ড ঘটল। যা দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন।

Advertisement

সে আর কেউ নয়, একটি হস্তীশাবক। রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ছিল সে। আচমকাই চোখ ঘষল হাতিটি। ভাবছেন নিশ্চয়ই, হাতি আবার কী ভাবে চোখ ঘষবে! আসলে শুঁড় দিয়ে চোখ ঘষল হাতিটি।

সাধারণত, চোখ কিরকির করলে আমরা অনেক সময়ই হাত দিয়ে ঘষি। তা হলে কি হাতিরও চোখ কিরকির করছিল? এই কাণ্ড দেখে অনেকেই এই প্রশ্ন তুলেছেন। হাতিটির চোখ ঘষার এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকায় তোলা হয়েছে, তা জানা যায়নি।

Advertisement

সমাজমাধ্যমে হাতির নানা কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসে। ওই সব ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরালও হয়ে যায়। এ বার হাতির তেমনই একটি ভিডিয়োতে মজেছেন সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement