Bizarre Condom News

অফিসে কন্ডোম অর্ডার করে বিপাকে! স্বচ্ছ প্যাকেটে পৌঁছল ‘পণ্য’, সহকর্মীদের সামনে লজ্জায় লাল যুবক

ওই যুবক নিজেই নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সমাজমাধ্যমে। সেই খবর ইতিমধ্যেই নেটাগরিকদের নজর কেড়েছে। ওই যুবক জানিয়েছেন, বাড়িতে অর্ডার করার অসুবিধা থাকায় প্রতি বার অফিসের ঠিকানাতেই কন্ডোম অর্ডার করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১১:৪২
Share:

—প্রতীকী ছবি।

অনলাইনে কেনাকাটা করার সময়ে অনিচ্ছা সত্ত্বেও অল্পবিস্তর গন্ডগোল হয়েই যায়। কিন্তু দিল্লির এক যুবককে সেই গন্ডগোলের জন্য দিতে হল ‘বড়’ মাসুল। অফিসের ঠিকানায় কন্ডোম অর্ডার করে লজ্জায় পড়লেন তিনি। দিল্লিতে ঘটনাটি ঘটেছে। ওই যুবক নিজেই নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সমাজমাধ্যমে। সেই খবর ইতিমধ্যেই নেটাগরিকদের নজর কেড়েছে।

Advertisement

যুবক আরও জানিয়েছেন, বাড়িতে অর্ডার করার অসুবিধা থাকায় প্রতি বার অফিসের ঠিকানাতেই কন্ডোম অর্ডার করেন তিনি। অর্ডার দেন একটি নির্দিষ্ট ডেলিভারি অ্যাপের মাধ্যমে। ওই ডেলিভারি সংস্থাও যথেষ্ট যত্ন করে বাদামি মোড়কে মুড়ে কন্ডোম দিয়ে যায় অফিসে। কিন্তু সম্প্রতি তিনি অন্য এক ডেলিভারি সংস্থার মাধ্যমে কন্ডোম অর্ডার করার সিদ্ধান্ত নেন। আর সেখানেই বিপত্তি বাধে। দিল্লির যুবক জানিয়েছেন, নতুন এই ডেলিভারি সংস্থার কর্মী কন্ডোমের প্যাকেট স্বচ্ছ ব্যাগের মধ্যে এমন ভাবে মুড়ে অফিসের রিসেপশনে দিয়ে গিয়েছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্যাকেটের মধ্যে কন্ডোম রয়েছে। আর সেই কারণেই অফিসের মধ্যে লজ্জায় পড়তে হয়েছে তাঁকে। অফিসে অনেকেই তাঁকে বাঁকা নজরে দেখতে শুরু করেছেন বলেও যুবক জানিয়েছেন। যুবকের কথায়, ‘‘আমি নির্বোধের মতো অফিসের রিসেপশনে কন্ডোম রেখে যেতে বলেছিলাম।’’ উল্লেখ্য, ওই যুবক রেডিটে কন্ডোমের ছবি এবং অভিজ্ঞতার কথা পোস্ট করলেও পরে তা সরিয়ে দেন। যদিও সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

ইতিমধ্যেই সেই স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেছেন। কেউ কেউ পুরো বিষয়টিতে যুবকের নির্বুদ্ধিতাকেই দুষেছেন। এক জন লিখেছেন, ‘‘আপনি কেন অফিসে জিনিসপত্র অর্ডার করবেন? তা-ও আবার কন্ডোমের মতো পণ্য? আপনি কেন এই ঝুঁকি নিলেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement