ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিগত কয়েক মাস ধরে ইউরোপের বিভিন্ন জায়গায় কনসার্ট করছেন দিলজিৎ দোশাঞ্জ। প্যারিস, লন্ডন, ডাবলিন, আমস্টারডামের শ্রোতাদের মন জিতে নিয়েছেন তিনি। এখন বিদেশের মাটি ছেড়ে আবার ভারতে ফিরে এসেছেন গায়ক। দিল্লির পর জয়পুরে কনসার্ট করতে গিয়েছিলেন তিনি।
রবিবার সন্ধ্যায় জয়পুরের সিতাপুরা এলাকার স্টেডিয়াম ঝলমল করে উঠেছিল সেই উপলক্ষে। কিন্তু টিকিট না কেটেই দিলজিতের কনসার্ট দেখলেন তাঁর অনুগামীরা। আসনও পেয়েছিলেন ‘সেরার সেরা’। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই পোস্ট করেছেন এক তরুণ (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘বিংজয়পুরাইটস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফোনের ক্যামেরা চালু করে কোনও এক বাড়ির বারান্দায় ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তরুণ অনুগামীরা। কেউ কেউ আবার বারান্দার রেলিঙেও উঠে পড়েছেন।
উঁচু বারান্দা থেকে দিলজিৎকে মঞ্চে গান করতে স্পষ্ট দেখা যাচ্ছে। আসলে জয়পুরের ওই স্টেডিয়ামের বেশ কাছে একটি মেসে থাকেন ওই তরুণেরা। দিলজিতের কনসার্ট দেখার জন্য আর আলাদা ভাবে টিকিট কাটেননি তাঁরা। মেসের বারান্দায় দাঁড়িয়েই কনসার্টের আনন্দ উপভোগ করেছেন।
ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘টিকিটের যা খরচ তা দিয়ে ওদের সারা মাস চলে যাবে। অকারণে পয়সা নষ্ট করবেই বা কেন?