কিছু ক্ষণের জন্য ব্যাহত মেট্রো পরিষেবা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আবার মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। তার জেরে শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ব্যাহত হয় ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এর ডাউনের মেট্রো পরিষেবা। মেট্রো রেলের তরফে জানানো হয়, এমজি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা হয়েছে। সে কারণে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা বন্ধ ছিল। রাত ১০টা ১৩ মিনিট থেকে আবার স্বাভাবিক হয় ডাউন লাইনে পরিষেবা। তবে আপ লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা পুরো সময় জুড়ে স্বাভাবিকই ছিল। পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষ জানান, এমজি রোড স্টেশনে ডাউন লাইনে একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। উদ্ধারকাজ চলার কারণে ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল কিছু ক্ষণ। ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে ভিড় বৃদ্ধি পায়। অনেক যাত্রীই মেট্রো না পেয়ে সড়ক পথে অফিস থেকে বাড়ি ফেরার চেষ্টা করেন। রাত হয়ে যাওয়ায় বাসও কমে যায় তত ক্ষণে। ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
গত ফেব্রুয়ারি মাসেই এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তার জেরে বন্ধ হয় মেট্রো পরিষেবা। জানুয়ারি মাসে চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক প্রকার স্বীকার করে নেন যে, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে তিনি জানান, গত পাঁচ বছরে মেট্রোয় সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা হয়েছে ২০২৪ সালে। ওই বছর সাত জন আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেট্রোয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্তই দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান রেলমন্ত্রী। কেন বার বার কলকাতা মেট্রোয় এই ঘটনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরাও।