Sushi in Indian dishes

জাপানি সুশিতে ভারতের আদি অকৃত্রিম ডাল-ভাত, দেখে মুগ্ধ খাদ্যপ্রেমীরা

ভাইরাল ভিডিয়ো তে দেখা যাচ্ছে ডাল ভাতকে পরিবেশন করা হচ্ছে জাপানি খাবার সুশির মত করে। যা দেখে এক লহমায় কাত খাদ্য রসিকেরা।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ২৩:৩৩
Share:

ভারতীয় ডাল ভাতে জাপানের সুশি। —প্রতিনিধিত্বমূলক ছবি।

এক অধ দিন বিরিয়ানি খেলে মুখ বদল হয়। কিন্ত রোজ বিরিয়ানি খেলে শরীর বেঁকে বসতে পারে। তাই ডাল ভাত জরুরি। কিন্তু ডাল ভাতের একঘেঁয়েমি কে কি ডাল ভাত দিয়েও কাটানো যায়? ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিও দেখে বিস্মিত নেটাগরিকরা রায় দিয়েছেন, বুদ্ধি খরচ করলে ডাল ভাতও আর একঘেঁয়ে খাবার থাকে না। কী ভাবে?

Advertisement

ভাইরাল ভিডিয়ো তে দেখা যাচ্ছে ডাল ভাতকে পরিবেশন করা হচ্ছে জাপানি খাবার সুশির মত করে। যা দেখে এক লহমায় কাত খাদ্য রসিকেরা। তাঁরা ভাবতেই পারছেন না সাধারণ আটপৌরে ডাল ভাতকেও এমন সুন্দর ভাবে খাওয়া যেতে পারে।

জাপানি খাবার সুশি আসলে ভাত আর মাছ দিয়েই তৈরি। ভিতরে থাকে ঝাঁঝালো চাটনির পরত। ডাল ভাতের সুশিতে ভাতের আবরণের নীচে শুকনো ডালের পুর ভরে দেওয়া হয়েছে। আর তার আগে ভাতের মোড়কে মাখিয়ে দেওয়া হয়েছে বেদানা আর রসুনের তৈরি লাল চাটনি। পুরো ব্যাপারটি তার পর কীভাবে প্লেটে সাজিয়ে দেওয়া হচ্ছে, তা জানতে হলে ভিডিয়ো দেখতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement