ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতে আইসক্রিম আর চোখে জল। অঝোরে কেঁদে চলেছে বাচ্চা মেয়েটি। মায়ের কাছে কান্নাকাটি করে নালিশ জানাচ্ছে সে। তার বাবা নাকি তার আইসক্রিমে ভাগ বসিয়েছে। আর সেই কারণে কেঁদে ভাসিয়ে দিল একরত্তি। সমাজমাধ্যমে সেই খুদেরই একটি মিষ্টি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতে আইসক্রিম নিয়ে চোখ গোল গোল করে কেঁদে ভাসিয়ে দিচ্ছে এক ফুটফুটে বাচ্চা মেয়ে। মেয়ের নালিশের ভিডিয়ো ক্যামেরাবন্দি করে রাখছেন তার মা। মেয়েটির মা তার কান্নার কারণ জিজ্ঞাসা করায় মেয়েটি জানায়, তার বাবা নাকি আইসক্রিমে কামড় বসিয়ে দিয়েছে। এই ‘অন্যায়’ মেনে নিতে পারেনি একরত্তি। মন ভেঙে গিয়েছে তার।
মেয়েটির মা বলেন, ‘‘তোমার জন্য তো ভ্যানিলা আইসক্রিম আনা হয়েছিল। তুমি তো সেটা খেলে। এটা তো চকোলেট আইসক্রিম। বাবার ভাগের আইসক্রিম। তুমি তো বাবার আইসক্রিম খাচ্ছ।’’ তা শুনে একরত্তি জানায়, ভ্যানিলা আইসক্রিমটিও তার ছিল। চকোলেট আইসক্রিমটিও তার। পাশ থেকে মেয়েটির বাবা আইসক্রিম খেতে চাইলে আরও জোরে কাঁদতে শুরু করে দেয় খুদে।
ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘ছোটবেলায় সবাই কত সরল থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তগুলো যেন কোথায় হারিয়ে যায়।’’ আবার এক নেটাগরিক বলেছেন, ‘‘বাচ্চাটি কী মিষ্টি! আহা রে! আইসক্রিম খেতে কতই না ভালবাসে!’’