ছবি: এক্স থেকে নেওয়া।
কুকুর-বিড়ালের লড়াইয়ের সঙ্গে আমরা সকলেই অতি পরিচিত। কুমির এবং পশুরাজের লড়াই, কিংবা কুমির-জলহস্তীর লড়াইয়ের ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু একটি গৃহপালিত কুকুরের সঙ্গে কুমিরের লড়াই দেখেছেন কখনও? সম্প্রতি সাহসী এক কুকুরের সঙ্গে অনাহূত এক কুমিরের লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘প্রিডেটরভিডস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাগ করে নেওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎই বাড়ির উঠোনে একটি কুমির ঢুকে পড়েছে। কুমিরটিকে দেখে এক জন তরুণ হন্তদন্ত হয়ে দৌড়ে আসেন। কুমিরটি পালাতে গেলেই বাড়ে বিপদ। একটি কুকুর এসে ঝাঁপিয়ে পড়ে কুমিরটির উপর। ধারালো দাঁতের পাটি বার করে গলায় একটা কামড় বসিয়ে দেয়। কিছু ক্ষণের ধস্তাধস্তির পর কুমিরটিকে বাগে আনে সে। সেই সময় তরুণটি একটি বড় সাঁড়াশি এনে কুমিরটিকে পাকড়াও করার চেষ্টা করলেও ব্যর্থ হন। কুমিরটি উল্টে যায়। কিন্তু কুকুরটির কবল থেকে তখনও রেহাই পায়নি সে। সারমেয়টি পা দিয়ে কুমিরটির মুখ চেপে ধরে আরও কামড় বসাতে থাকে। অন্য দিকে, অপর একটি কুকুর তার সাহসী বন্ধুর কীর্তি প্রথম থেকে শেষ অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে। শেষের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ভয় পেয়ে পালিয়েও যায়। কুমিরটি শেষমেশ নিজের পরাজয় স্বীকার করে শান্ত হয়ে যায়।