—প্রতীকী ছবি।
নিয়মমাফিক ট্রেন টহল দিচ্ছিলেন দুই রেলপুলিশ। একটি কামরার শৌচাগারের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন অদ্ভুত শব্দ। বন্ধ দরজার ও পার থেকে শোনা যাচ্ছে গোঙানির মতো আওয়াজ। দরজা ঠেলার চেষ্টা করতেই বুঝলেন সেটি ভিতর থেকে আটকে দেওয়া হয়েছে। বার বার ধাক্কা দেওয়া সত্ত্বেও দরজা খোলেনি কেউই। বিপদের আশঙ্কা করে ওই দুই পুলিশকর্মী জোরে ধাক্কা দিয়ে দরজাটি খুলে ফেলেন। তার পর যা দেখলেন তাতে চমকে উঠলেন দু’জনে।
বন্ধ দরজা খুলতেই দেখা গেল শৌচালয়ে আটকে রয়েছে দুই শিশু। ঘটনাটি ঘটেছে গোরখপুর স্টেশনে থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর। শৌচাগার থেকে বার করে আনার পর শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য তারা দিতে পারেনি, শুধুমাত্র জানায় অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি তাদের ট্রেনের শৌচাগারে আটকে দেয়। শিশু দুটিকে উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে রেলের আধিকারিকদের বিষয়টি জানানো হয়।
বিভিন্ন রেলস্টেশনে ও প্ল্যাটফর্ম থেকে শিশুদের উদ্ধার করা নিয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়, যা ‘অপারেশন ননহে ফরিশতে’ নামে পরিচিত। এই অপারেশনের লক্ষ্য হল অপহৃত শিশুদের উদ্ধার করা। সে কারণে স্টেশন এবং ট্রেনগুলি পরিদর্শন করেন রেলকর্মী ও পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের শিশু কল্যাণ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত উত্তর-পূর্ব রেলের বিভিন্ন ট্রেন বা রেলস্টেশন থেকে মোট ৬৪৪ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।