Sandwitch

রং নাই বা খেললেন, দোলের দিন রঙের উদযাপন হোক রঙিন রেসিপি বানিয়ে

আপনিও চাইলে সময়ে অসময়ে খাবারের প্লেটে রামধনু নামিয়ে আনতে পারেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে সাহায্য নিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ২৩:৪৮
Share:

—প্রতীকী ছবি।

রঙের উৎসবের উদযাপন কি রং মেখেই করতে হবে। নিজে রং নাই বা মাখলেন, রঙিন কিছু বানিয়েও তো রঙের উৎসব পালন করা যায়! এক কেক- পাউরুটির রাঁধুনি বা বেকার দেখিয়ে দিলেন কী ভাবে রং না খেলেই রঙিন মুহূর্তের সাক্ষী হওয়া যায়।

Advertisement

দোলের দিন স্যান্ডউইচ খেতে চাওয়া স্বামীকে তিনি চমকে দিলেন চার রঙের স্যান্ডউইচ বানিয়ে। সাদা পাউরুটির মধ্যে বেগনি, লাল , হলুদ আর সবুজ রঙের সেই আঁকিবুকি দেখলে নিখুঁত শিল্প কর্ম বলে ভ্রম হতেও পারে।

তবে স্যান্ডউইচের রঙের বিস্ফোরণ এখানেই থামেনি। চার রঙের স্যান্ডউইচ-এর মাঝে পড়েছে আরও নানা রঙের পুর। টুকটুকে লাল টমেটো থেকে শুরু করে, নীলচে সস, হলুদ রঙের চিজ। সব মিলিয়ে একে রামধনু স্যান্ডউইচ বললেও এক ফোঁটা বাড়িয়ে বলা হবে না।

Advertisement

আপনিও চাইলে সময়ে অসময়ে খাবারের প্লেটে রামধনু নামিয়ে আনতে পারেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে সাহায্য নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement