হাজারি গোলাপের যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
এ বছরের মতো শীত বিদায় নিয়েছে। রোদের তাপে বারান্দা বাগানের গোলাপ গাছগুলি কেমন যেন শুকিয়ে যাচ্ছে। ফুল ফোটার আশাও নেই। গাছ বিশেষজ্ঞেরা বলছেন, গোলাপ শীতে ফোটে। তবে গরমকালেও বারান্দায় সেই ফুল ফুটতে পারে। কিন্তু সেই গাছের জাত আলাদা। আর ফুলগুলিও আকারে বেশ ছোট। অনেকেই হয়তো গোলাপের এই জাতটিকে হাজারি গোলাপ নামে চেনেন। আবার বারান্দার রেলিং জড়িয়ে থাকা লতানে গোলাপ গাছও বাজারে পাওয়া যায়। তার জন্য কি আলাদা করে মাটি তৈরি হয়, কেমন সারই বা লাগে?
১) গোলাপ যেমনই হোক, তার জন্য পাত্র ভাল হওয়া চাই। কারণ, এই গাছের শিকড় বেশ ঘন হয় এবং সহজেই ছড়িয়ে পড়ে। তাই বারান্দার মাপ বুঝে টব নির্বাচন করতে হবে।
২) গোলাপ গাছ কিন্তু চড়া রোদ সহ্য করতে পারে না। তাই টানা গনগনে রোদে গাছ রেখে দেওয়া যাবে না। বারান্দার এমন জায়গায় টব রাখতে হবে, যেখানে হালকা রোদ আসে।
৩) গোলাপ গাছের গোড়ায় জল জমলে কিন্তু বিপদ। তাই টবের একেবারে তলায় যেন জল বেরিয়ে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা থাকে, সে দিকেও নজর রাখতে হবে।
৪) হাজারি গোলাপ গাছের জন্য লাগবে মাটি, কম্পোস্ট সার, বালি এবং কোকোপিট। মাটিতে গাছ বসানোর আগে সমস্তটা ভাল করে মিশিয়ে নিন। বেশ কিছু দিন রোদে রেখে দিলে মাটি ঝুরঝুরে করতেও সুবিধা হবে।
৫) গোলাপ গাছে কিন্তু রোজ জল দিতে হয়। তবে কটকটে রোদ থাকাকালীন গাছে জল দিতে যাবেন না। ভোরবেলা রোদের তেজ বেড়ে যাওয়ার আগে জল দিতে পারেন। না হলে রোদ পড়লে, অর্থাৎ বিকেল-সন্ধ্যার মুখে গাছে জল দেওয়া যেতে পারে। গাছের গোড়ায় যেন জল না জমে, সে দিকেও নজর রাখতে হবে।