Bizarre

‘টাকা নয়, শান্তি চাই’, মানসিক সুস্থতার জন্য বেশি বেতনের চাকরি ছেড়ে ক্যান্টিনে কাজ তরুণীর

২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তার পর একাধিক সংস্থায় চাকরির জন্য প্রশিক্ষণ নিয়েছেন হুয়াং। তার বিনিময়ে ভাল বেতনও পেতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ০৭:৫৭
Share:

—প্রতীকী ছবি।

তিন বছর আগে পড়াশোনা শেষ করেছেন তরুণী। তার পর একাধিক নামী সংস্থায় কাজ করেছেন তিনি। কিন্তু টাকাপয়সাই যে জীবনের সব কিছু নয়, সেই বোধ জন্মেছে তরুণীর। তাই বেশি বেতনের চাকরি ছেড়ে কলেজের ক্যান্টিনে কাজ করতে শুরু করেছেন তিনি। কারণ অর্থের চেয়ে মানসিক শান্তি বেশি প্রয়োজনীয় বলে মনে করেন ওই তরুণী।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম হুয়াং। চিনের এক নামকরা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা নিয়ে ২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তার পর একাধিক সংস্থায় চাকরির জন্য প্রশিক্ষণ নিয়েছেন হুয়াং। তার বিনিময়ে ভাল বেতনও পেতেন তিনি। কিন্তু তরুণী বুঝতে পারেন যে, টাকাপয়সার চেয়ে মানসিক শান্তিই বেশি প্রয়োজনীয়। তাই কম বেতনে তিনি কলেজের ক্যান্টিনে চাকরি করা শুরু করেন। হুয়াং জানান, প্রতি মাসে ৬ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭০ হাজার ৪২৯ টাকা) বেতন পান।

তাঁর সহপাঠীরা প্রতি মাসে ২০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২ লক্ষ ৩৪ হাজার ৭৬৩ টাকা) পারিশ্রমিক পান। যোগ্যতা অনুযায়ী বেতন কম পেলেও হুয়াং নিজের জীবনে সুখে রয়েছেন। প্রতি দিন ক্যান্টিনে গিয়ে দীর্ঘ ক্ষণ কাজ করতে হয় তাঁকে। সব্জি কাটা থেকে শুরু করে খাবার পরিবেশনের দায়িত্বও সামলান তিনি। কিন্তু দিনের শেষে শান্তির ঘুম হয় তাঁর। মানসিক শান্তি বজায় রাখতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement