ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
তরুণের হাতের উপর এসে বসেছে একটি মশা। কিন্তু কোনও ভাবেই আর কামড়াতে পারছে না সে। জোরে কামড় বসালেও মশাটি আর তার হুল বসাতে পারছে না। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অদিতি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের হাতে একটি মশা বসে রয়েছে। সমানতালে সে তরুণকে কামড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনও ভাবেই সে চামড়ার ভিতর হুল ফোটাতে পারছে না। হুল ফোটানোর শত চেষ্টা করলেও তা বার বার এ দিক- ও দিক বেঁকে যাচ্ছে।
তরুণও তাঁর ফোনের ক্যামেরা জ়ুম করে মশার কাণ্ডকারখানা ভিডিয়ো করে রাখছেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির রোল ওঠে। এক জন নেটাগরিক মজা করে লেখেন, ‘‘ঠিকমতো কামড়াতে পারছে না! এ যে মশা জাতির অপমান।’’
মশা তাদের লম্বা, সরু এবং তীক্ষ্ণ মুখের অংশ (প্রবোসিস) ব্যবহার করে মানুষের চামড়াকে ছিদ্র করে এবং রক্ত চুষে নেয়, কামড়ানোর সময় লালাও শরীরে প্রবেশ করায়, যা চুলকানি ও ফোলাভাব সৃষ্টি করে। সাধারণত স্ত্রী মশাই মানুষের রক্ত চুষে ডিম পাড়ার জন্য তাদের প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে।