ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরের মধ্যে লুকোচুরি খেলছিল দুই পোষ্য। কিন্তু বিড়ালের সঙ্গে খেলাধুলা করতে গিয়েই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল কুকুর। চোখের সামনেই রয়েছে বিড়ালটি। তবুও তাকে খুঁজে পাচ্ছে না কুকুরটি। সমাজমাধ্যমে লুকোচুরি খেলার মজার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘কিউট_পেট্স_মোমেন্টস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ঘরের ভিতরের দরজার ফ্রেম ধরে ঝুলছে একটি বিড়াল। তার নীচেই দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। অথচ সামনে দাঁড়িয়েও বিড়ালকে দেখতে পাচ্ছে না কুকুরটি। বিড়ালটি যেন অদৃশ্য হয়ে গিয়েছে। দরজার মুখে দাঁড়িয়ে একদৃষ্টে ঘরের ভিতরের দিকে তাকিয়ে রয়েছে কুকুরটি। অন্য দিকে বিড়ালটিও প্রাণপণ চেষ্টা করছে দরজার ফ্রেমটি ধরে রাখার। ফস্কে গেলেই একেবারে কুকুরের ঘাড়ে পড়বে সে। ভিডিয়োটি দেখে বোঝা যায় যে, তারা ওই বাড়িরই পোষ্য। নিজেদের মধ্যেই খেলা করছিল তারা।
ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে হাসির ফোয়ারা ওঠে। এক জন লিখেছেন, ‘‘বিড়ালটি খুবই দুষ্টু। বেচারা কুকুরটি বুঝতে পারছে না কী করবে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘দুই পোষ্যের লুকোচুরি খেলা দেখে আমি খুবই মজা পেয়েছি।’’