Optical Illusion

গায়ে গায়ে জড়িয়ে রয়েছে সাদা-কালো, আঁকা-বাঁকা চৌখুপি, তার মধ্যেই নাকি লুকিয়ে তিনটি সংখ্যা!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ২২:০৭
Share:

ছবি: সংগৃহীত।

সাদা কালো দাবার বোর্ডের মতো চৌখুপিকে যেন কেউ দুমড়ে মুচরে দিয়েছে। এঁকে বেঁকে গিয়েছে তাদের শরীর। আর এঁকে বেঁকে নিজেদের শরীরে তাঁরা তৈরি করে ফেলেছে কয়েকটা সংখ্যা। সেই সংখ্যাই খুঁজে বার করতে হবে।

Advertisement

সাধারণত এই ধরনের ধাঁধায় ছবিটিকে ঘুরিয়ে ফিরিয়ে চোখের সামনে এনে বা চোখ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে দেখলে সমাধান খুঁজে পাওয়া যায়। আবার অনেকে উল্টে দেখুন পাল্টে গেছে গোছের সমাধানও বাতলে থাকেন। এখানে সেই সব কায়দার কোনটা কাজে লেগে যাবে বলা মুশকিল। তবে সব ক’টিই চেষ্টা করে দেখতে পারেন।

তিনটি সংখ্যার মধ্যে দু’টি বিজোড় একটি জোড়। আবার দু’টি বিজোড়কে মেলালে বেরিয়ে আসে তৃতীয় সংখ্যাটি। দেখুন তো খুঁজে বার করতে পারেন নাকি।

Advertisement

না পারলে নীচে দেওয়া রইল উত্তর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement