ছবি: এক্স থেকে নেওয়া।
দিব্যি সুস্থ-সবল, স্টিয়ারিং ধরে বাস চালাচ্ছিলেন। হঠাৎ করেই ঘাড় এলিয়ে সিট থেকে পড়ে গেলেন বাসচালক। নিয়ন্ত্রণ হারানো বাস এগিয়ে গিয়ে ধাক্কা মারল অন্য একটি বাসকে। বাস চালাতে চালাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাসচালক। গোটা ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ‘বিনয় পাটিল অফিশিয়াল’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে বাসের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই ব্যক্তি। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ব্যক্তির নাম কিরণ কুমার। বুধবার বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিএমটিসি) বাসচালক কিরণ গাড়ি চালানোর সময় হৃদ্রোগে আক্রান্ত হন। বেঙ্গালুরুর নেলামঙ্গলা থেকে দশনপুরায় বাসটি নিয়ে যাচ্ছিলেন বছর চল্লিশের কিরণ।
বাসের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্টিয়ারিং হাতে সামনের দিকে ঝুঁকে পড়ে বাঁ দিকে পড়ে যান কিরণ। তিনি পড়ে যেতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিএমটিসির আর একটি বাসকে ধাক্কা দেয়। ঘটনা দেখে বাসের কন্ডাক্টর ওবালেশ দ্রুত ছুটে আসেন। কোনও রকমে বাসটির স্টিয়ারিং হাতে নিয়ে পথের একপাশে থামিয়ে দেন। পরে কন্ডাক্টর বাসচালককে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।