Viral Video

বিয়ের আগে লিফটে আটকে পড়লেন কনে, তার পর কী হল, প্রকাশ্যে সেই ভিডিয়ো

ফ্ল্যাটের প্রথম তলা থেকে উপরে উঠতে লিফটে উঠেছিলেন কনে, তাঁর ৩ বোন এবং ২ জন শিশু। আচমকা লিফট মাঝপথে আটকে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৮:২৯
Share:

যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গিয়েছিল লিফট। —প্রতীকী ছবি।

বিয়ের আগে বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড! লিফটে আটকে পড়লেন কনে। তার পর তাঁকে উদ্ধার করতে গিয়ে শেষমেশ দমকলকে ডাকতে হল। এমন কাণ্ডই ঘটেছে মহারাষ্ট্রের মীরা ভায়ন্দর পুর এলাকায়।

Advertisement

ফ্ল্যাটের প্রথম তলা থেকে উপরে উঠতে লিফটে উঠেছিলেন কনে, তাঁর ৩ বোন এবং ২ জন শিশু। আচমকা লিফট মাঝপথে আটকে যায়। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। কনে-সহ বাড়ির বাকি সদস্যদের উদ্ধার করতে তখন উঠেপড়ে লেগেছেন সকলে। কিন্তু সকলেই ব্যর্থ হন। এর পরেই খবর দেওয়া হয় দমকলে।

Advertisement

পরে দমকল বাহিনী গিয়ে কনে এবং তাঁর পরিজনদের উদ্ধার করেন। দীর্ঘ ক্ষণ ধরে লিফটের মধ্যে আটকে ছিলেন তাঁরা। লিফট থেকে তাঁদের উদ্ধার করার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা গিয়েছে, কনে লিফট থেকে বেরিয়ে হাঁপাচ্ছেন। বাকিদেরও একই অবস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement