ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিয়ের দিন ‘হিরো’ সাজতে পাত্রীকে নিয়ে আধুনিক নাচ! সকলের সামনে নববধূকে নিয়ে হুমড়ি খেয়ে পড়েই গেলেন যুবক। পড়লেন বধূর উপরেই। বিয়ের মরসুমে এ রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর দিন বরের বাড়িতে আসর জমেছে। মাইকে হিন্দি গান বাজছে। পশ্চিমি পোশাকে সেজেছেন পাত্র। চোখে রোদচশমাও পরেছেন। নববধূ পরেছেন লেহঙ্গা। তাঁদের ঘিরে আত্মীয়দের ঢল। এমন সময় গানের তালে তালে নববধূর হাত ধরে নাচতে শুরু করেন বর। কিন্তু নাচ শুরুর মুহূর্তের মধ্যেই হোঁচট খান তিনি। হুমড়ি খেয়ে পড়েন নববধূর উপর। তাঁকে নিয়েই মাটিতেও পড়ে যান। তাঁদের তুলতে সবাই এগিয়ে আসেন। কিন্তু গা ঝেড়ে হাসতে হাসতে নিজেরাই উঠে পড়েন বর-বৌ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখছেন। লক্ষাধিক মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বৌকে সামলাতে না পারলে বিয়ে কেন করতে গিয়েছেন?’’ জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত’-এর বিখ্যাত ডায়লগের কথা মনে করে অন্য এক জন লিখেছেন, ‘‘গজব বেজত্তি হ্যায়।’’