ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
স্ত্রীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই ৮০ হাজার টাকার খুচরো কয়েন নিয়ে আদালতে হাজির হলেন এক যুবক। ঘটনাটি বুধবার তামিলনাড়ুতে ঘটেছে। সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর একটি পারিবারিক আদালত ওই যুবককে স্ত্রীর ভরণপোষণের জন্য দু’লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মতোই বুধবার আদালতে কিস্তির ৮০ হাজার টাকা নিয়ে হাজির হন ওই যুবক। কিন্তু ১ টাকা এবং ২ টাকার কয়েনে সেই টাকা নিয়ে আসেন তিনি। ।
প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক পেশায় ট্যাক্সি ড্রাইভার। তিনি কোয়েম্বত্তূরের ভাদাভাল্লি এলাকার বাসিন্দা। গত বছর তার বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। সেই আবেদনে সিলমোহর দেয় আদালত। যুবককে স্ত্রীর খোরপোশ বাবদ দু’লাখ টাকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এর পরেই বুধবার মোট ২০টি ব্যাগে ৮০ হাজার টাকার খুচরো কয়েন নিয়ে আদালতে হাজির হন ওই যুবক। যদিও আদালতের তরফে তাঁকে কয়েন ফেরত নিয়ে গিয়ে নোট নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। বাকি টাকাও তাড়াতাড়ি মিটিয়ে দিতে বলা হয়। এর পর খুচরো কয়েনের ২০টি ব্যাগ নিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে যান যুবক। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যাগ ভর্তি খুচরো কয়েন নিয়ে আদালত চত্বর থেকে বেরোচ্ছেন এক যুবক। গাড়িতে ভরছেন ব্যাগগুলি। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ।