Sonakshi Sinha-Zaheer Iqbal

বেড়াতে নিয়ে গিয়ে স্ত্রীকে সমুদ্রে ঠেলে দিলেন জ়াহির! কী হল শত্রুঘ্ন-কন্যার পরিণতি?

বিয়ের ছয় মাসের মধ্যেই স্বামী জ়াহিরের প্রতি অনুযোগ করে বসলেন সোনাক্ষী। এক মুহূর্ত নাকি শান্তিতে থাকতে দেন না জ়াহির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:১১
Share:

বিয়ের ছয় মাসের মাথায় স্বামীকে নিয়ে কোন অভিযোগ জানালেন সোনাক্ষী? ছবি: সংগৃহীত।

সবে বিয়ের ছ’মাস পার করেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই স্বামী জ়াহিরের প্রতি অনুযোগ করে বসলেন সোনাক্ষী। এক মুহূর্ত নাকি শান্তিতে থাকতে দেন না জ়াহির। স্বামী কীর্তির ভিডিয়ো দিলেন সোনাক্ষী নিজেই।

Advertisement

সোনাক্ষী ভিন্‌ ধর্মে বিয়ে করা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। এমনকি সিন্‌হা পরিবারেও নাকি বহু অশান্তি হয়েছে, এমনই খবর। কিন্তু বিয়ের পর সোনাক্ষী সুখেই রয়েছেন স্বামীর সঙ্গে। প্রায় রোজই সমাজমাধ্যমে নিজেদের কোনও না কোনও ছবি ভাগ করে সেই ইঙ্গিতই রেখে যান তিনি। এই মুহূর্তে স্বামীর সঙ্গে অষ্ট্রেলিয়া ঘুরতে গিয়েছেন তিনি। সেখানে সমুদ্র সৈকতে। স্নান পোশাকে দু’দণ্ড জলে পা ভেজাচ্ছিলেন অভিনেত্রী। জ়াহির পিছন থেকে এসে ধাক্কা দিয়ে জল ফেলে দেন তাঁকে। ঢেউয়ের তোড়ে এ দিকে পড়ছেন একবার, কখনও আছাড় খাচ্ছেন পাড়ে। দূরে দাঁড়িয়ে হেসে কুটোপাটি জ়াহির। গোটাটাই ক্যামেরবন্দি হয়েছে। তাতেই সোনাক্ষী লেখেন, ‘‘আমাকে একফোঁটা শান্তি দেবে না। একটু ভিডিয়ো করতে দেবে না।’’

আসলে বিভিন্ন সময় দেখা গিয়েছে সোনাক্ষী বিমানে ঘুমোচ্ছে তখনও স্ত্রীকে বিব্রত করছেন, কখনও সোনাক্ষীকে ভয় দেখাচ্ছেন। আসলে অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন এই খুনসুটিই নাকি তাঁদের ভালবাসার বহিঃপ্রকাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement