ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
এক বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’। সেই ছবি বক্স অফিসে যেমন ব্যবসা করেছিল, ঠিক তেমনই বিতর্কও কম হয়নি ছবিটি নিয়ে। তবে ‘অ্যানিম্যাল’ ছবির প্রভাব তরুণের জীবনে এমন ভাবেই পড়েছে যে নিজের বিয়েতে সেই ছবিরই একটি দৃশ্য অনুকরণ করে বসলেন তিনি। সমাজমাধ্যমে তরুণের বিয়ের অনুষ্ঠানের সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘সাইনি৫০১৯’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অদ্ভুত ধরনের এক খোলা হুডের ছোট গাড়িতে চেপে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করছেন নবদম্পতি। তরুণ পাত্রের পাশে লাল লেহঙ্গা পরে বসেছিলেন পাত্রী। তবে গাড়িটি এক নজরে দেখার পর ‘অ্যানিম্যাল’ ছবির কথা মনে পড়তে বাধ্য। গাড়ির সামনে একটি এবং দু’পাশে দু’টি একই ধরনের যন্ত্র লাগানো রয়েছে। ছবিতে যে যন্ত্র থেকে অনবরত গুলি বেরোতে দেখা গিয়েছে। বড় পর্দায় সেই গাড়ির আসনে বসেছিলেন রণবীর কপূর। একটি অ্যাকশন দৃশ্যে এমন একটি গাড়িতে চেপেই ‘এন্ট্রি’ নিয়েছিলেন নায়ক।
বিয়ের অনুষ্ঠানে একই রকম দেখতে গাড়িতে চেপেছিলেন নবদম্পতি। গাড়িতে লাগানো যন্ত্রগুলিও সিনেমায় দেখানো যন্ত্রের মতো অনবরত ঘুরে চলেছিল। তবে গুলির পরিবর্তে সেখান থেকে বার হচ্ছিল সাদা ধোঁয়া। এ ভাবেই বিয়ের অনুষ্ঠানে নায়কের মতো ‘এন্ট্রি’ নিয়ে অতিথিদের চমক লাগালেন তরুণ। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে জানা যায়নি। তবে খুব কম সময়ের মধ্যেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। এক নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘লোকজন কী ভাবে টাকা ওড়ায় তাই ভাবি।’’ আবার এক নেটাগরিক বলেছেন, ‘‘ভিডিয়োটি দেখে মজা পেয়েছি। তবে এত টাকা নষ্ট করার কোনও মানে ছিল কি? এর চেয়ে বউয়ের হাত ধরেই হেঁটে আসতে পারতেন পাত্র।’’