মাটি ফুঁড়ে বেরোচ্ছে রামধনু! ছবি দেখে তেমনই মনে হচ্ছে।
কত রকম ছবিই সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে রোজ। তবে সম্প্রতি রামধনুর একটি ছবি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সবাই। ছবিতে রামধনুর শেষ প্রান্ত স্পষ্ট দেখা যাচ্ছে।
টানা বৃষ্টির পর আমেরিকার ফিলাডেলফিয়ায় ছবিটি তোলা হয়েছে। যদিও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিটি আসলে কে তুলেছিলেন, কেই বা প্রথম শেয়ার করেছেন তা জানার উপায় নেই আর। কারণ সামাজিক মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বহুবার শেয়ার হয়েছে ছবিটি।
রামধনুর এই ছবিটিতে শেষ প্রান্তের ছবি দেখা যাচ্ছে।
বৃষ্টির পর জলীয় বাষ্পে ভরা বাতাসে সূর্যের আলোর তির্যক প্রতিফলনেই তৈরি হয় রামধনু। তবে সাম্প্রতিক অতীতে তার শেষ প্রান্ত কখনও দেখা গিয়েছে বলে জানা যায়নি। ছবিতে দেখা যাচ্ছে রামধনুর একটি প্রান্ত এসে পিচের রাস্তায় পড়ে কিছুটা আলো ছড়িয়েছে রাস্তার উপরেই।