Viral

চোরের মায়ের বড় গলা! বাকি থাকা বেতন চাওয়াতে কী করল কোম্পানি?

তিনি জানিয়েছেন, তাঁর পুরনো অফিসের বিরুদ্ধে মামলা করার পর তাঁকে তাঁর প্রাপ্য অর্থের ৮০ শতাংশ দিতে রাজি হয়েছে সংস্থাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ২৩:৩৭
Share:

—প্রতীকী চিত্র।

বাকি থাকা বেতন মেটায়নি পুরনো অফিস। তাই তাদের বিরুদ্ধে বেতন তঞ্চকতার মামলা ঠুকেছিলেন প্রাক্তন কর্মচারী। অফিস সেই মামলার জবাবে বেতন মেটাতে বাধ্য হল ঠিকই তবে প্রতিশোধও নিল!

Advertisement

সম্প্রতি নিজের এই অভিজ্ঞতার কথা সমাজ মাধ্যমে লিখেছেন ওই কর্মচারী। তিনি জানিয়েছেন, তাঁর পুরনো অফিসের বিরুদ্ধে মামলা করার পর তাঁকে তাঁর প্রাপ্য অর্থের ৮০ শতাংশ দিতে রাজি হয়েছে সংস্থাটি। তিনি তাঁর প্রাপ্যের পুরোটাই চাইতে পারতেন। মামলা এগিয়েও নিয়ে যেতে পারতেন। কিন্তু তা করেননি। প্রাপ্যের ৮০ শতাংশ অর্থেই রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু চেক সংগ্রহ করতে গিয়ে বড় রকমের ধাক্কা খেলেন তিনি।

ওই কর্মচারী জানিয়েছেন চেকটি সংগ্রহ করার পর তিনি দেখেন তাঁকে দেওয়া চেকে বড় বড় হরফে লেখা আছে চোর। সবার সামনেই ওই চোর লেখা চেকটি তুলে দেওয়া হয় তাঁর হাতে। ঘটনাটিতে অত্যন্ত অপমান বোধ করেন ওই কর্মচারী। কিন্তু সেই মুহূর্তে তাঁর কী করা উচিত ত বুঝতে পারেন না। সমাজ মাধ্যমে ওই কর্মচারী জানতে চেয়েছেন, নিজেরা ভুল করে তার পর সেই ভুল টাকেই গায়ের জোরে ঠিক প্রমাণ করতে চাওয়া এই সংস্থার বিরুদ্ধে তাঁর ঠিক কী পদক্ষেপ করা উচিত? পোস্টটি রেডিট নামে সমজ মাধ্যমের একটি প্ল্যাটফর্ম- এ করা হয়েছে। অনেকেই সেখানে নানা পরামর্শও দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement