ছবি: এক্স থেকে নেওয়া।
ছবি তুলতে পাশে এসে দাঁড়িয়েছেন এক ব্যক্তি। সে কারণে তাঁকে সটান লাথি মারলেন বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ হতেই বিতর্কের সূত্রপাত হয়েছে সমাজমাধ্যম জুড়ে। প্রবীণ এই বিজেপি নেতা ২০ নভেম্বরের বিধানসভা নির্বাচনের জন্য মহারাষ্ট্র জুড়ে প্রচার করছেন। সেখানেই সোমবার জালনা জেলার ভোকরদানে একটি প্রচারে গিয়ে এই ঘটনা ঘটান দানভে বলে জানা গিয়েছে। ‘হরমিত কউর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভিডিয়োয় দেখা গিয়েছে প্রচার সারতে গিয়ে প্রাক্তন মন্ত্রী কয়েক জনের সঙ্গে ছবি তুলছেন। দানভে শিবসেনা নেতা ও প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারের সঙ্গে দেখা করেছিলেন এবং এক ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিলেন। এই সময় দানভেকে অভিনন্দন জানানো হয় ও ছবি তোলা হয়। সেই সময় দানভের পাশে দাঁড়ানো ব্যক্তি ছবির ফ্রেমে ঢুকতে চাইলে তাঁকে ডান পা দিয়ে আঘাত করেন বিজেপি নেতা। ওই ব্যক্তি অবশ্য পরে দাবি করেন, তিনি দানভের বন্ধু এবং তিনি দানভের শার্টটি ঠিক করার চেষ্টা করছিলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, নিজেকে শেখ বলে পরিচয় দেন নেতার পাশে দাঁড়ানো ওই ব্যক্তিটি। তিনি জানান, ‘‘আমি রাওসাহেব দানভের ঘনিষ্ঠ বন্ধু, এবং আমাদের মধ্যে ৩০ বছরের বন্ধুত্ব রয়েছে। যে খবরটি ছড়িয়ে পড়েছে তা ভুল। আমি শুধুমাত্র দানভের শার্ট ঠিক করার চেষ্টা করছিলাম।’’ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেছেন, ‘‘রাওসাহেবের ফুটবল খেলায় থাকা উচিত।’’