ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
মাঝরাতে রাস্তা দিয়ে হাঁটছেন প্রচুর মানুষ। আমেরিকার স্বাধীনতা দিবস উদ্যাপন করতে তাঁরা নেমে পড়েছেন রাস্তায়। সেই ভিড়ে ছিলেন এক তরুণ-তরুণী। শরীরে আমেরিকার পতাকা জড়িয়ে রাস্তায় চিৎকার করছিলেন, ‘‘আমেরিকা মাতা কি জয়, অব কি বার ট্রাম্প সরকার।’’ তরুণী আবার এই কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেন (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আমেরিকার স্বাধীনতা দিবস ৪ জুলাই। তার এক দিন পরেই ইনস্টাগ্রামের পাতায় ‘দ্যব্লন্ডদেশি’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। অ্যাকাউন্টটি কৃতিকা সেলভি গণেশ নামে এক তরুণীর। মুম্বইয়ের বাসিন্দা হলেও তিনি বর্তমানে থাকেন লস অ্যাঞ্জেলসে। কৃতিকা তাঁর বন্ধু শায়নের সঙ্গে বেরিয়েছিলেন সেই রাতে। টিশার্টের উপর আমেরিকার পতাকা জড়িয়ে রাস্তায় চিৎকার করছিলেন শায়ন। কখনও বলছিলেন, ‘আমেরিকা মাতা কি জয়’। আবার কখনও বলছিলেন, ‘অব কি বার ট্রাম্প সরকার’। ডোনাল্ড ট্রাম্পের নাম বলতে গিয়ে নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করে ফেলেন তিনি। পরে আবার ভ্রম সংশোধন করেন। বন্ধুর কাণ্ডকারখানা দেখে কপাল চাপড়াতে শুরু করেন কৃতিকা।
ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মজা করে বলেছেন, ‘‘নরেন্দ্র মোদীর মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে। বিদেশিরাও তাঁর ক্ষমতা টের পেয়েছেন।’’