—প্রতীকী ছবি।
স্বামী-স্ত্রী ফর্সা। কিন্তু সদ্যোজাত সন্তান কৃষ্ণবর্ণ। আর তার জেরেই স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করলেন স্বামী। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিনে। চিনা সংবাদমাধ্যম ‘চায়না টাইমস্’-এর প্রতিবেদন অনুযায়ী, মাসখানেক আগে সি-সেকশন প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেন ৩০ বছর বয়সি ওই মহিলা। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর দেখা যায় যে সে কৃষ্ণবর্ণ। এর পরেই স্ত্রীর দিকে আঙুল তুলে বিচ্ছেদের কথা জানান স্বামী।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা সমাজমাধ্যমে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানিয়েছেন নিজেই। কী ভাবে এই পরিস্থতি থেকে পরিত্রাণ পাওয়া যায়, তা নিয়ে পরামর্শও চেয়েছেন। ওই মহিলার দাবি, সন্তান জন্ম নেওয়ার পর তাঁর স্বামী যখন প্রথম তাঁকে দেখতে আসেন, তখন বিস্মিত হয়ে যান। সন্তানকে কোলে নিতেও অস্বীকার করেন তিনি। এমনকি সন্তান যে তাঁর তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করার কথাও জানিয়েছেন তাঁর স্বামী। মহিলার দাবি, সন্তান তাঁর স্বামীরই ঔরসজাত এবং শিশুর কালো ত্বক দেখে তিনিও অবাক হয়ে গিয়েছিলেন। তবে যতই হোক, সন্তানকে তিনি কাছছাড়া করতে পারবেন না বলেও মহিলা জানিয়েছেন।
চিনা মহিলার ওই পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়েছে। নেটাগরিকদের একাংশ বিষয়টি নিয়ে চর্চা শুরু করলেও অন্য একাংশের দাবি, স্বামী-স্ত্রী ফর্সা হলেও সন্তান কৃষ্ণবর্ণ হতেই পারে এবং এটি ‘খুব সাধারণ’ একটি বিষয়।