রোহিত শর্মা। ছবি: পিটিআই।
মুম্বই ইন্ডিয়ান্সের রান ২০০ পার। কিন্তু রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্য রান পেলেন না। ওপেন করতে নেমে রোহিত করলেন ১৮ রান। অধিনায়ক হার্দিক করলেন মাত্র ২ রান। তাঁরা রান না পেলেও মুম্বইয়ের যদিও কোনও অসুবিধা হয়নি। দিল্লির মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০৫ রান করল তারা।
রবিবার লড়াই ছিল মিচেল স্টার্কের সঙ্গে রোহিত শর্মার। ভারতীয় ব্যাটারের বাঁহাতি পেসারদের বিরুদ্ধে খেলতে সমস্যা হয়। মুম্বইয়ের জার্সিতে রোহিতের কাছে সুযোগ ছিল সেই বদনাম ঘোচানোর। তাঁর মাথাতেও হয়তো সেই ভাবনা ছিল। স্টার্কের প্রথম বলে এক রান নিয়েছিলেন রোহিত। বাঁহাতি পেসারের পরের ওভারে ১৪ রান করেন তিনি। একটি ছক্কা এবং দু’টি চার মারেন।
রোহিতের উইকেট যদিও স্টার্ক নিতে পারেননি। ভারত অধিনায়ককে আউট করেন বিপরাজ নিগম। এলবিডব্লিউ হন রোহিত। তাঁর আউটের নেপথ্যে বড় ভূমিকা নেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। তিনি না বললে হয়তো রিভিউ নিত না দিল্লি।
রোহিতের মতোই রান পাননি হার্দিক। ৪ বলে ২ রান করে আউট হয়ে যান তিনি। দু’জনকেই আউট করেন বিপরাজ।
মুম্বইয়ের ২০৫ রান তোলার নেপথ্যে অবশ্যই ওপেনার রিয়ান রিকেলটন। ২৫ বলে ৪১ রান করেন তিনি। যে ঝড় শুরুতেই তুলে দিয়েছিলেন রিকেলটন, সেটা গোটা ইনিংসে ধরে রাখলেন সূর্যকুমার যাদব (২৮ বলে ৪০ রান), তিলক বর্মা (৩৩ বলে ৫৯ রান) এবং নমন ধীর (১৭ বলে ৩৮ রান)। তাঁদের দাপটে ২০৫ রান তুলে নেয় মুম্বই।