ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অন্ধকার নেমে এসেছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সহকারী জেলাশাসকের গাড়ি। গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন এক দল তরুণ। সকলের নজর গাড়ির বনেটের দিকে। বনেটের উপর দাঁড়িয়ে নাচ করছেন এক তরুণী। তাঁর পরনে সবুজ লেহঙ্গা। পাশে বেজে চলেছে ভোজপুরি গান। সেই গানের তালেই নেচে চলেছেন ওই তরুণী। নাচ দেখে কেউ শিস দিচ্ছেন, কেউ আবার হাওয়ায় টাকা ওড়াচ্ছেন। সমাজমাধ্যমে এমন একটি ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন) ছড়িয়ে পড়ায় তা নজর কেড়েছে পুলিশের।
সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের ঝাঁসির তাদৌল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গাড়ির সামনে লেখা রয়েছে, ‘উত্তরপ্রদেশ সরকার’। গাড়ির কাচে লেখা রয়েছে ‘এসডিএম’। সাদা গাড়িটি যে সহকারী জেলাশাসকের, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেই গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে নাচছেন এক তরুণী।
ভোজপুরি গানের পাশাপাশি ভেসে আসছে হুটারের শব্দ। সরকারি আধিকারিকের গাড়ির লাল বাতিটিও জ্বলছিল। তরুণীর সঙ্গে নাচবেন বলে এক তরুণ আবার শিস দিতে দিতে গাড়ির বনেটের উপর উঠে পড়েন। বাকিরা গাড়ির সামনে দাঁড়িয়ে তরুণীর নাচ দেখছিলেন। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা ঝাঁসি পুলিশের নজরে আসে।
এই প্রসঙ্গে ঝাঁসির অতিরিক্ত জেলাশাসক বলেন, ‘‘সমাজমাধ্যমে ভিডিয়োটি দেখার পর আমরা এই বিষয়ে অবগত হই। জানা গিয়েছে, সেই সময় ঘটনাস্থলে সহকারী জেলাশাসক উপস্থিত ছিলেন না। গাড়ির চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সহকারী জেলাশাসককে কারণ দর্শানোর নোটিসও পাঠানো হয়েছে।’’