lottery winner

স্বপ্নাদেশের সংখ্যা দিয়ে লটারি কাটলেন প্রৌঢ়া! শেষ মুহূর্তে জিতলেন প্রায় আধ কোটি টাকা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা জানিয়েছেন, লটারিতে জেতা টিকিটের নম্বরগুলি টিকিট কেনার আগেই স্বপ্নে তিনি জানতে পেরেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৫
Share:

—প্রতীকী ছবি।

কথায় আছে লাখ টাকার স্বপ্ন। সেই স্বপ্ন যদি সত্যি হয়ে যায় কেমন হবে? আমেরিকার মেরিল্যান্ডের মহিলার সঙ্গে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। ঘুমিয়ে দেখা স্বপ্নের সাহায্যে প্রায় ৪০ লক্ষ টাকা জিতলেন ওই তরুণী। ঘটনাটি অসম্ভব বলে মনে হলেও ওই প্রৌঢ়ার দাবি অনুযায়ী, লটারিতে যে সংখ্যার টিকিট কিনেছিলেন তার আভাস স্বপ্নেই পেয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা জানিয়েছেন লটারিতে জেতা টিকিটের নম্বরগুলি টিকিট কেনার আগেই স্বপ্নে তিনি জানতে পেরেছিলেন। প্রিন্স জর্জ কাউন্টির এই বাসিন্দা মেরিল্যান্ড লটারি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নেই তিনি কোন সংখ্যার টিকিট কাটলে লটারি জিতবেন তা দেখতে পেয়েছিলেন।

Advertisement

সেই নম্বরগুলি তাঁর মনে গেঁথে গিয়েছিল। সেই সংখ্যা ব্যবহার করে মহিলা পাঁচটি টিকিট কাটেন। অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে টিকিটগুলি কেনেন। খেলার ফল বেরোলে দেখা যায় তাতেই মিলেছে পুরস্কার। সেটি দেখে অবাক হয়ে যান মহিলার স্বামীও। বিপুল টাকা জেতার এই সুযোগ ফস্কে যেতে বসেছিলেন মহিলা। তিনি খেলাটির কথা ভুলে মেরে দিয়েছিলেন। রীতিমতো দৌড়ে গিয়ে তাঁরা সেই খেলায় অংশ নেন। তাতেই বাজিমাত করে ফেলেন মহিলা। ২০ ডিসেম্বর তিনি এই লটারি জেতেন। পুরস্কার জেতার অনুভূতি কেমন ছিল তা জানাতে গিয়ে মহিলার স্বামী জানিয়েছেন, প্রথমে তিনি লটারি জেতার কথা বিশ্বাস করে উঠতে পারেননি। এই বিপুল পরিমাণ টাকা জেতার পর ওই প্রৌঢ়া তাঁর নাতি-নাতনিকে বড়দিনের বাড়তি কিছু উপহার কিনে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement