ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
গন্তব্যে পৌঁছোনোর জন্য অ্যাপ ক্যাব ভাড়া করেছিলেন তরুণী। যাত্রাপথের মাঝে গাড়ি চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়েন চালক। সেই অবস্থায় গাড়ির স্টিয়ারিং হাতে তুলে নেন তরুণী। চালককে গা়ড়ির পিছনের আসনে বসিয়ে বিশ্রাম করতে বলেন তিনি। পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন ওই তরুণী। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে নিয়ে যান তিনি। ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। তরুণীর সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা গিয়েছে যে, তিনি তাঁর ছোট্ট মেয়ে, ঠাকুমা ও মায়ের সঙ্গে দিল্লি ফিরছিলেন। ঘটনাটি ১৮ মার্চের। গুরুগ্রাম থেকে দিল্লি আসার পথে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তরুণী। মাঝপথে চালক অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁকেই গাড়ি চালানোর দায়িত্ব নিতে হয়। এই ধরনের ঘটনার মুখোমুখি হয়ে তাঁর বার্তা, এই ধরনের পরিস্থিতির জন্যই গাড়ি চালানো শিখে রাখা উচিত। অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও বলেন তিনি। মজা করে তাঁকে এ-ও বলতে শোনা গিয়েছে, যে হেতু তিনি অর্ধেক রাস্তা গাড়ি চালিয়ে এনেছেন, তাই ক্যাবের অর্ধেক ভাড়া তাঁর প্রাপ্য। এই কথা শুনে পিছনে বসা চালকও হেসে ফেলেন।
‘আমাইরা মেকওভার’ নামের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন তরুণী। ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই তরুণীর সঙ্গে সহমত হয়ে তাঁর প্রশংসা করেছেন। এক জন লিখেছেন, ‘‘মানবিক উদ্যোগ। খুবই ভাল করেছেন।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘একেবারে ঠিক। প্রত্যেকেরই গাড়ি চালানো শিখে রাখা উচিত।’’ তবে বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এই ধরনের পরিস্থিতিতে যাত্রীরা যদি গাড়ি চালাতে না জানেন তবে তাঁরা কী করবেন?