Viral Video

দৈত্যাকার হাঙরের পেটে ও কী ঢুকছে! অবিশ্বাস্য ভিডিয়ো

এক হোয়েল শার্কের প্রাতঃরাশের দৃশ্য বন্দি হয়েছে ক্যামেরায়। দেখে অনেকেই বলছেন এক টুকরো সমুদ্রই সে গিলে খাচ্ছে যেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ২০:৫৫
Share:

ভিডিয়োটি কয়েক সেকন্ডের। কিন্তু সেই ভিডিয়ো দেখতেই কোটি কোটি মানুষ ভিড় করেছেন টুইটারে। ছবি : টুইটার।

কয়েক সেকেন্ডের ভিডিয়ো। তা দেখে কেউ ভয় পাচ্ছেন তো কেউ চমকে হতবাক হয়ে যাচ্ছেন। কেউ বা প্রশ্ন তুলছেন এমনও হয়! একটি হোয়েল শার্কের খাবার খাওয়ার ভিডিয়ো দেখে বিস্ময়ের ঘোর কাটতেই চাইছে না কারও। কারণ ভিডিয়োয় যা দেখা যাচ্ছে তাতে মনে হতে পারে, এক বার হাঁ করে একটুকরো সমু্দ্রকেই যেন গিলে খাচ্ছে ওই সামুদ্রিক ‘দানব’।

Advertisement

ভিডিয়োটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি। শেয়ার করেছেন প্রায় ১৪ হাজার মানুষ। টুইটারে ‘ফ্যাসিনেটিং ভিডিয়ো’ নামের একটি অ্য়াকাউন্ট থেকে পোস্ট করার পর ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে।

হোয়েল শার্ক হল আকারে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীগুলির মধ্যে অন্যতম। ভিডিয়োয় দেখা যাচ্ছে তার বিশাল হাঁ মুখ সে খুলে ধরেছে। আর তাতেই হুরমুরিয়ে ঢুকে পড়ছে সমুদ্রের জল আর তাতে সাঁতরানো মাছেদের এক বিশাল অংশ। যা দেখে দর্শকেরা বলেছে এ তো সমুদ্রের নীচে এক অন্য কৃষ্ণগহ্বর!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement