viral video

ঘুমন্ত তরুণের দিকে প্রবল গতিতে ধেয়ে এল গাড়ি! সংঘর্ষ এড়িয়ে অলৌকিক উপায়ে প্রাণরক্ষা

ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাতে পারতেন যুবক। ভাগ্য সুপ্রসন্ন থাকায় গায়ে সামান্য আঁচড় পর্যন্ত লাগল না তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৭:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

সাক্ষাৎ মৃত্যুর দরজা থেকে বেঁচে ফিরলেন এক তরুণ। জীবন প্রায়শই আমাদের এমন কিছু ঘটনার মুখোমুখি দাঁড় করায়, যা অলৌকিক বলে মনে হতে পারে। তেমন একটি ঘটনাই ধরা পড়েছে একটি ভিডিয়োয়। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাতে পারতেন যুবক। ভাগ্য সুপ্রসন্ন থাকায় গায়ে সামান্য আঁচড় পর্যন্ত লাগল না তাঁর। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটির তারিখ ও অবস্থান সুস্পষ্ট নয়। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণ একটি স্কুটারের উপর ঘুমোচ্ছিলেন। চোখের নিমেষে যেন ঝড় বয়ে গেল সেখানে। একটি লাল সেডান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে এল যুবকের দিকে। গাড়ি বেপরোয়া ভাবে ধেয়ে আসতে লাগল। বোঝাই গিয়েছে, গাড়িটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। গাড়িটি এত জোরে পাশের রেলিংয়ে ধাক্কা খায় যে, আশপাশে থাকা সমস্ত জিনিস ধ্বংস হয়ে যায়। ভিডিয়ো দেখে মনে হতে পারে গাড়ির ধাক্কায় এই বুঝি ছিটকে বা পিষে যাবেন স্কুটারে থাকা যুবক। আশ্চর্যজনক ভাবে গাড়িটি স্কুটারকে স্পর্শ করেই থেমে যায়। ঘুমন্ত যুবকটি জেগে উঠে হতভম্ব হয়ে যান। কী ঘটেছে বোঝার আগেই তিনি গাড়িটি দেখে ভয়ে তাঁর স্কুটার থেকে পড়ে যান।

ভিডিয়ো দেখে অবশ্য অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক দর্শক প্রশ্ন তোলেন যে ঘটনাটি কি বাস্তব, না কি সিনেমার দৃশ্যের মতো সাজানো। এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা নিয়ে বিতর্ক শুরু হলেও, এর চমকপ্রদ ও নাটকীয় দৃশ্য নেটমাধ্যম ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। ‘মোটরসাইকেল ক্রুজার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই ১৫ লক্ষের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়। হাজার হাজার মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement