ছবি : ইনস্টাগ্রাম।
চাপে কি না হয়! চাপে পড়লে প্রেসার কুকারও কফি বানায়! রাস্তার ধারের চায়ের দোকানে দোকানীর কফি বানানোর দৃশ্য দেখে এমনই বলছেন নেটাগরিকেরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি অতি সাধারণ প্রেসার কুকারকে কফি মেশিনে পরিণত করেছেন দোকানী। তা থেকে ক্য়াফেটেরিয়াকে টেক্কা দেওয়ার মতো ফেনাদার কফি তৈরি করছেন তিনি।
ভিডিয়োর ওই ‘কফি মেশিন’ দেখে তাজ্জব নেটাগরিকেরা। সেখানে দেখা যাচ্ছে প্রেসার কুকারের মাথায় যেখানে হুইসল বসানো থাকে সেখানেই কফি মেশিনের মতো সরু মুখের যন্ত্র বসানো হয়েছে। পাশে বসানো হয়েছে কয়েকটি নব। সেই নব ঘুরিয়ে অনায়াসেই কফি-চিনি-দুধ ঢালা পাত্রে বানিয়ে ফেলা যাচ্ছে ক্যাফেটেরিয়ার মতো কফি।
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। দোকানীকে সেখানে বলতে শোনা যাচ্ছে, এই প্রেসার কুকার তিনি বানাননি। জানেনও না কে বানিয়েছেন। তাঁর বাবা-কাকাদের কেউ এই কুকারটি বাজার থেকে কিনে এনেছিলেন। বাড়িতেই ছিল সেটি। তিনি চা-কফির দোকান করার পর ওটি ব্যবহার করতে শুরু করেন।
দেখে শুনে নেটাগরিকেরা বলছেন, এ তো ‘কুকার কামাল কা’!