—প্রতীকী চিত্র।
পোষ্যকে কাছ ছাড়া করতে চান না অনেকেই। কারণ অনেক ক্ষেত্রে পোষ্যরা হয়ে ওঠে প্রিয় সহচর। দুর্দিনের এক মাত্র বন্ধু। কিন্তু বাড়িতে তাদের নিয়ে যতই আহ্লাদের সুযোগ থাক, সর্ব সাধারণের ব্যবহারের জায়গায় নিয়ম মানতে হয়।
অনেক ক্ষেত্রেই খেয়াল রাখতে হয় পাশের মানুষটির সুবিধা অসুবিধার কথা। তার থেকেই তৈরি হয় নিয়ম কানুন বিধি নিষেধ। বন্ধুকে সাময়িক বিদায় জানাতে হয়। কিন্তু এক পোষ্য পালনকারী সেই সব নিয়ম কানুনের পরোয়া না করেই পোষ্য কোলে উঠে পড়লেন বিমানে। পোষ্যটিও যেমন তেমন নয়। সেটি একটি পূর্ণ বয়স্ক পুরুষ ময়ূর। যার শরীরের থেকে দ্বিগুণ দৈর্ঘ্য পেখমটির!
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়েছে ঘটনাটি। তাতে দেখা যাচ্ছে একটি ময়ূরকে কোলে নিয়ে অবলীলায় বিমানের আসনে গিয়ে বসছেন এক মহিলা যাত্রী। ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে দৃশ্যটি বিস্মিত করেছে অনেককেই।